উত্তরায় লেগুনার ধাক্কায় এক শিশুর মৃত্যু
বি এ রায়হান, গাজীপুরঃ রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় লেগুনার ধাক্কায় রিকশা আরোহী কন্যা শিশু মরিয়ম(৭) রিক্সা থেকে ছিটকে পড়ে লেগুনার চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা শিশুটির পাশের ভাড়াটিয়া হৃদয় হাসান জানান, উত্তর খান ফকির শাহ মাজার এলাকায় শিশুটির পরিবার ও আমার পরিবার একই বাড়িতে ভাড়া বাসায় থাকি। আমার মেয়ে ফেরদৌসী আড়াই বছর বয়স একইসঙ্গে খেলাধুলা করে মাঝেমধ্যে দুজনকে বাইরে নিয়ে আমি ঘুরতে যাই। আজ বৃহস্পতিবার সকালে আমার মেয়ে ও মরিয়মসহ রিকশায় করে পাশের এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে আজমপুর রেলগেট এলাকায় একটি লেগুনা পিছন থেকে আমাদের রিক্সাটি ধাক্কা দিলে আমার কোলে ছিল আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস বাম পাশে বসা ছিল মরিয়ম লেগুনার ধাক্কায় রিকশা থেকে ছিটকে নিচে পড়ে যায় মরিয়ম পরে ওই লেগুনা চাপায় গুরুতর আহত হয়। তবে আমার মেয়ে ও আমার কোন কিছুই হয়নি। নিহত শিশুটির বাবা রাকিব হোসেন জানান, সকালে আমার মেয়ে মরিয়মকে নিয়ে পাশের ভাড়াটিয়া হৃদয় হাসান ও তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিল পরে লেগুনার ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মা ডলি আরা বেগম জানান, মাঝেমধ্যে পাশের ভাড়াটিয়া হৃদয় হাসানের সাথে ও তার মেয়ের সঙ্গে ঘুরতে বের হতো মেয়ে মরিয়ম। আজ সকালে তাদের সঙ্গেই ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। নিহত মরিয়ম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি রাকিব হোসেনের মেয়ে। বর্তমানে উত্তরখান ফকির শাহ মাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। তিন বোন এক ভাই এর মধ্যে মরিয়ম ছিল তৃতীয়।